লামা প্রতিনিধি |
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ১০০ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ৩০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। ‘ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এ মাছের পোনা বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ পোনা বিতরণ উদ্ভোধন করেন।
প্রতিজন চাষিকে ৩ কেজি হারে মাছের পোনা বিতরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা- হিল- মারুফ, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক বদরুল আলম চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, এনসিপি নেতা নাজমুল হাসান, মংস্যজীবী দলের সভাপতি মো. ফকরুজ্জামান ও সাধারণ সম্পাদক সুরত আলম, পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, উপজেলার জলাশয় ও পুকুর গুলোতে মৎস্য চাষ বাড়াতে হবে, এতে উপজেলায় মাছের চাহিদা পুরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তায় মৎস্য চাষে উৎসাহ যোগাতে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা প্রদান করছে সরকার।