বান্দরবান জেলার লামা উপজেলায় “উচ্চ মূল্যের ফসল আবাদে তামাকের আগ্রাসন কমবে।” – এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে তামাক চাষ নিরূৎসাহিত করতে এক ‘কৃষক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে ক্যাম্পেইন এ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
আশরাফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, আইনজীবী ও কৃষি উদ্যোক্তা মামুন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কৃষিজীবীগণ উপস্থিত ছিলেন। সোমবার পৌরসভা ব্লকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন এ বক্তারা তামাক চাষের ক্ষতিকর দিক উল্লেখপূর্বক এই চাষের প্রবণতা কমিয়ে এনে উচ্চ মূল্য বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে কৃষকদের অনুরোধ জানান। এতে সামষ্টিকভাবে দেশের কৃষি উৎপাদনশীলতা ও কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি নদী তীর থেকে ৫০ ফিট দূরে তামাক আবাদ না করতে কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়।