লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। মতবিনিময়কালে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি লামা উপজেলায় ভালো কিছু করতে চাই।
নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এর আগে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি কালেক্টর রেভিনিউ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬ তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। তার নিজ জেলা ফেনী সদর উপজেলায় বলে জানা গেছে।