নাজিম উদ্দিন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পৃথক ৬টি স্হানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা ২লক্ষ ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ড্রাম ট্রাক আটক এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিস্ক্রিয় করে দেয়া হয়।
১১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন অবৈধ বালু মহলে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, অভিযোগ পেয়ে চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ২লক্ষ ৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।