1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় কেক কেটে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু বান্দরবানে জীবনরক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমনে পর্যটকরা, প্রাণ যাচ্ছে একের পর এক ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) থেকে::

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পালন করেছে ছাত্র জনতা।শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বাইশারী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও অংশ নেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আনাস,চট্টগ্রাম সরকারি কলেজ শিক্ষার্থী খালেদ বশরী,রিদুয়ান আলম,কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী শহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী আমিনুল হক, বাইশারী বালিকা দাখিল মাদরাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুল লতিফ,বাইশারীর নারিচ বুনিয়া সমাজ প্রতিনিধি আব্দুল মাবুদ প্রমূখ।

এসময় বিক্ষোভে ‘স্বৈরাচার নিষিদ্ধ, করতে হবে করতে হবে,’ ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘হাসিনা কেন ভারতে, ইন্টেরিম জবাব চাই’, হামিদ কেন বিদেশে, ইনকিলাব জিন্দাবাদ, ইন্টেরিম জবাব চাই’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ ‘মুজিববাদ মূর্তাবাদ,’ লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেন ছাত্র জনতা ।

বিক্ষোভে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ আনাস বলেন, বারবার কেন আমাদের রাস্তায় নামতে হবে? কেন আন্দোলন, মিছিল ব্লকেড কর্মসূচি পালনের মাধ্যমে গণজাগরণ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? কয়েক হাজার মানুষের আর্তনাদ আমাদের কানে আসে, ইন্টেরিম সরকারের কানে কি সেই আর্তনাদ ভেসে আসে না? শুধু ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করলে হবে না, অনতিবিলম্বে বাংলাদেশের দোসর, মানবাধিকার লঙ্ঘনকারী সেই আওয়ামী লীগ, সেই খুনি বাহিনীকে এই বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে।
কক্সবাজার সরকারী কলেজ শিক্ষার্থী আমিনুল হক বলেন, ‘বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না, জুলাইয়ে যে বিপ্লব হয়েছে তা কোনো নিয়ম মেনে হয়নি। আমরা এখান থেকে বলে দিতে চায় কোনো কিন্তু ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জুলাইয়ে ঘোষণাপত্র অবিলম্বে দিতে হবে। আপনারা অবশ্যই আওয়ালী লীগের বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন।’
বাইশারী ইউনিয়ন শাখার
ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল লতিফ বলেন, “দুই সহস্রাধিক শহিদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ইন্টেরিম গভর্নমেন্ট। এতোয় শহিদের রক্তের উপর দাঁড়িয়েও তারা নয়মাস ধরে জুলুমকারীদের বিচার করতে পারছে না। আমাদের অনেক ভাই হাত পা হারিয়েছে এখনো হাসপাতালের বেডে পরে আছে এইসব বৈষম্য দেখার জন্য নয়। আমরা অতিদ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং জুলাইলের ঘোষণাপত্র দেখতে চাই। ‘

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট