লামার মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে ৫জন গ্রেপ্তার
প্রতিবেদকের নাম:
প্রকাশিত:
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
৮৭৩
বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |
কক্সবাজার সদরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দিনগত রাতে (১৯ ডিসেম্বর) বান্দরবান জেলার লামা উপজেলার মিরজিরি এলাকাস্থ মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।দুই যুবদল নেতাকে গুলির ঘটনায় ৫জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘‘গত ৯ ডিসেম্বর রাতে শহরের কলাতলী এলাকায় দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে তারা মাতারমুহুরি রিভার ভিউ রিসোর্টে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।” আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সূত্র- শীর্ষ নিউজ।