র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আলী জোহর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশী পর ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আলী জোহার (৩৪), পিতা-নুর সালাম, মাতা-লায়লা খাতুন, সাং-এফসিএন নং-১৬০৭৭৩, ক্যাম্প নং- ১/ডব্লিউ, ব্লক-ই-৭, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
জানা যায় আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।