1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভা নির্বাচন : উন্নয়নই আ’লীগ প্রার্থীর মূল শক্তি

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |
নির্বাচনী প্রচারণা শুরু না হলেও কক্সবাজার পৌরসভা নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনার শেষ নেই। বিগত সময়ে কক্সবাজার পৌর এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় এখন নির্বাচনী ইস্যু হয়ে দাড়িয়েছে উন্নয়ন। সাধারণ ভোটাররা চায় একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন নগরী। একই সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমান মেয়র মুজিবুর রহমান মনোনয়ন পেলে জয় সহজ হবে এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজার পৌর শহরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন এলাকা খুবই কমই আছে। যেসব এলাকায় স্বাধীনতা পরবর্তী সময়ে একটি সড়ক নির্মিত হয়নি, সেখানে বিগত পাঁচ বছরে অসংখ্য সড়ক নির্মিত হয়েছে। বর্তমান মেয়র পৌরসভার তত্ত্বাবধানে এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সামাজিক বিচার আচার নিশ্চিত করেছেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনেক পরিবারকে আবারো এক করে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এছাড়া গত ৫ বছরে ৩৩৭ কোটি টাকার উন্নয়ন সকল মহলকে অবাক করে দিয়েছে। আগামীতে আরো ১২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পৌর কর্তৃপক্ষ প্রস্তাব করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত হবে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, কক্সবাজার পৌরসভার মেয়র হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মুজিবুর রহমানের কোন বিকল্প নেই। তিনি বিগত পাঁচ বছরে একজন সফল মেয়র হিসেবে দলের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন। কাজেই কক্সবাজার পৌর আওয়ামী লীগ মেয়র হিসেবে পুণরায় মুজিবুর রহমানকেই দেখতে চায়।
অধ্যাপক আবুল হাশেম জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন পুরো দেশবাসীকে অবাক করে দিয়েছে। মেয়র হিসেবে একজন যোগ্য নেতৃত্ব থাকলে যা হওয়ার তাই হয়েছে। তিনি মনোনয়ন পেয়ে আবার নির্বাচিত হলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা চাই একজন উন্নয়নমুখী মেয়র, যিনি উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করবেন।

অপর একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন বিগত পাঁচ বছর মুজিবুর রহমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করে পৌরবাসীকে যে সেবা দিয়েছেন তা অভ‍ূতপূর্ব। বিগত সময়ে যা স্বপ্ন ছিল তিনি পৌরবাসীর কাছে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে মুজিবুর রহমান সহযোগিতা করেননি। মেয়র একটি সেবকের পদ। এ পদটি সঠিকভাবে ব্যবহার করেছেন বিধায় তিনি এত উন্নয়ন করতে পেরেছেন।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, দল মনোনয়ন দিলে পৌরবাসীর স্বার্থে অবশ্যই নির্বাচন করবেন। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে আমার যাওয়ার কোন সুযোগ নেই। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি। দলের মনোনয়ন অন্য কেউ পেলেও তাকে বিজয়ী করতে কাজ করব। উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ের কোন বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট