1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ির এক শিক্ষককের উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

 নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | 

সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত হয় নাইক্ষ্যংছড়ির চাকঢালা জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দীন। জানাযায়, গত বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: এরশাদ উল্লাহর দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক মাষ্টার মহি উদ্দীন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের মো: মোসলেমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস.ই.এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এই হামলাকারী সন্ত্রাসী মাহাবুবসহ সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গর্জনিয়া বাজারে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় কচ্ছপিয়া গর্জনিয়া সর্ব জনসাধারণের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা জানান দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী মাহবুব ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবী জানিয়ে অনুরোধ জানান। যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হয় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা । প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ,র দোকানে অর্তকিত ভাবে শিক্ষক মহি উদ্দীনের উপর সন্ত্রাসী মাহাবুব আলম ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের কব্জি ও বাহুতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক মহি উদ্দীন এর বাম হাতের কব্জি এবং বাহুতে দা দিয়ে কুপানো হয়েছে। গর্জনিয়া বাজার সভাপতি মো: এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন তার নিয়মিত ক্রেতা। গাজী ট্যাংক এর ব্যাপারে আলাপ করার এক পর্যায়ে অতর্কিতভাবে বালুবাসা গ্রামের একি এলাকার শামশুল আলমের ছেলে মাহবুব বাজারের এক কর্মকারের দোকান থেকে নতুন ধারালো দা এনে শিক্ষক মহিউদ্দিনকে দুটি কুপ দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতের বাহুতে এবং অন্যটি একই হাতের কব্জিতে প্রচন্ডভাবে আঘাত হানে। তখন ঘটনাস্থল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যা। ঘটনা সাথে সাথে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিদর্শন করেন। আহত শিক্ষকের চাচাতো ভাই নজিবুল আলম বাহাদুর মুঠোফোনে জানান, শামশুল আলমের ছেলে মাহবুবের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। মাহবুব পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। আহত শিক্ষক মহিউদ্দিনের অবস্থা গুরুত্বর বলে জানান তিনি। হামলার পর পর তাঁকে কক্সবাজার সদর হাতপাতালে নেয়া হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ্রোপেডিক্স বিভাগে এবং বর্তমানে ঢাকার জাতীয় অর্থ্রোপেডিক্স হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে। এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: মাসুদ রানা জানান- জমি নিয়ে পূর্ব শত্রুতা থেকে এমন ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এদিকে গর্জনিয়া বাজার এলাকায় প্রকাশ্যে একজন শিক্ষককের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হতবাক সচেতন মহল। তাঁরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট