1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

চট্টগ্রামে চামড়া সংগ্রহে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামে এবার কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চার লাখ কোরবানির কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি থাকলেও রোববার (২ জুলাই) পর্যন্ত প্রায় ৩ লাখ ২০ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গরু-মহিষের চামড়া ২ লাখ ৫৫ হাজার, বাকিগুলো ছাগল ও ভেড়ার।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর রাজধানীতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২-১৪ টাকা দরে।
বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মোসলেম উদ্দিন জানান, চট্টগ্রামের বিভিন্ন আড়তে আজকে পর্যন্ত ৩ লাখ ২০ হাজার পিসের মতো গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। তবে এবার চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, গাউছিয়া কমিটির একজন ২১ হাজার চামড়া আমাদের আড়তদারদের কাছে বিক্রি করেছেন। আমরা প্রতি পিস চামড়া ২৫০ থেকে ৫০০ টাকায় কিনেছি। প্রায় ৪০ জন আড়তদারের মাধ্যমে এসব চামড়া সংগ্রহ করা হয়েছে। তবে গাউছিয়া কমিটি বাকি চামড়া আমাদের কাছে বিক্রি করবেন নাকি ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
জানা যায়, গাউছিয়া কমিটি প্রায় সাত হাজার কর্মী মাঠে নামে, যাদের অধিকাংশই মাদরাসার ছাত্র। নগরীতে তাদের সাংগঠনিক ১৩টি থানা, ৪৭টি ওয়ার্ড এবং ৭০০ ইউনিট কমিটি আছে। প্রতিটি সাংগঠনিক ইউনিটে এক বা একাধিক চামড়া সংগ্রহের বুথ স্থাপন করা হয়। ৭০টি ভাড়ার ট্রাক এবং ৩০টি নিজস্ব ছোট-বড় ট্রাকের মাধ্যমে নগরীর অলিগলি ও বাসাবাড়িতে গিয়ে কর্মীরা সংগ্রহ করেন কোরবানির পশুর চামড়া।

সংগ্রহ করা চামড়া জমা করে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয় নগরীর বিবিরহাট এলাকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বিশাল মাঠে। সেখানে নগরীর ১৪ থানা এলাকা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া রাখা হয়। বাকি দুই থানা পতেঙ্গা ও হালিশহর থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া রাখা হয় হালিশহরে একটি সুন্নিয়া মাদরাসার মাঠে। সেখানেও আলাদাভাবে লবণ দিয়ে চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে।
গাউছিয়া কমিটির তথ্যমতেও জানা যায়, চট্টগ্রাম নগরী ও জেলায় মিলে এক লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করেছেন সংগঠনটির সদস্যরা। এর মধ্যে ৩৫ হাজারের মতো চামড়া নগরীর মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিলা মাদরাসা মাঠে সংরক্ষণ করা হয়। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার মাঠে ২৫-৩০ হাজার, হালিশহর এলাকায় অবস্থিত মাদরাসার মাঠে ১২-১৫ হাজার, উত্তর জেলার অধীনে বিভিন্ন মাদরাসার মাঠে সংরক্ষণ করা হয়েছে আরো ৩০-৩৫ হাজারের বেশি চামড়া।

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, এবার দেড় লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে মাত্র এক লাখ চামড়া। কোরবানি কম হওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া পাওয়া যায়নি। আমাদের চামড়া কিনতে হয়নি। কোরবানিদাতারা বিনামূল্যে চামড়া আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা শুধু সংরক্ষণের ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, অতীতে চামড়া ব্যবসা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। এতে মৌসুমি চামড়া সংগ্রহকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক বছর আগে চামড়ার দাম না পেয়ে ডাস্টবিনে ফেলে দিতে দেখা যায়। এবছর এই পরিস্থিতির উন্নতি হয়েছে।

এদিকে চট্টগ্রাম বিভাগে এবার ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে ২০২২ সালে ৮ লাখ ১৩ হাজার ৫০টি পশু কোরবানি করা হয়। ২০২১ সালে কোরবানি হয় ৭ লাখ ৪২ হাজার ৪৫৫টি পশু। এবছর ৮ লাখ ৭৯ হাজার ৭১৩টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যার মধ্যে গরু ৫ লাখ ২৬ হাজার ৩২৫টি, মহিষ ৭১ হাজার ৩৩৩টি, ছাগল ও ভেড়া দুই লাখ ৪৪ হাজার ৪০৫টি। অবশ্য পরবর্তীতে এই সংখ্যা কমিয়ে আনা হয় ৮ লাখ ৭৪ হাজারে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, সামগ্রিকভাবে কোরবানির সংখ্যা বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম কোরবানি হয়েছে বলে ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট