1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

তিন পার্বত্য জেলা ভোটের আগে অশান্ত হওয়ার শঙ্কা, অবৈধ অস্ত্র উদ্ধারের সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সংসদ কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, বাসন্তী চাকমা এবং নোমান আল মাহমুদ অংশগ্রহণ করেন।

জানা গেছে, কমিটির আগের বৈঠকে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কমিটির সদস্য দীপংকর তালুকদার পার্বত্য এলাকায় মাঝেমধ্যে অবৈধ অস্ত্রধারীদের কারণে অশান্ত হয়ে ওঠে উল্লেখ করে নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেন।

পার্বত্য বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা কেএনএফের কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও আইনশঙ্খলা বিঘ্নের সঙ্গে জড়িত থাকায় সমাজসেবা অধিদপ্তর তাদের নিবন্ধন বাতিল করেছে। কেএনএফ সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত ও জঙ্গিগোষ্ঠী সম্পৃক্ত হওয়ায় যে কোনো সময় সেখানকার রাজনৈতিক পরিস্থিতি অবনতি হতে পারে। তিনি বলেন, বিভিন্ন দল, উপদলের কারণে বান্দরবানের পাড়ামহল্লায় মানুষ ভীত-সন্ত্রস্ত রয়েছে। তারা নীরবে সন্ত্রাস ও চাদাঁবাজের শিকার হচ্ছে। ৫ বছরে এখানে বিনাবিচারে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগে আইনশঙ্খলা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

কমিটর সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, পার্বত্য এলাকার পাড়ামহল্লাসহ বিভিন্ন স্থানে নীরব চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার গণমাধ্যমকে বলেন, পার্তব্য চট্টগ্রামের তিন জেলায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজদের কোণঠাসা করে রাখার ব্যবস্থা করতে আমরা সুপারিশ করেছি। যাতে মানুষ ভোট দিতে পারে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী জাতীয় নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শুরু করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট