1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত কোয়ান্টাম শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটাই দিচ্ছে : এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম লামায় কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গ্রাউসের পুষ্টি কর্ণার সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী পশুখাদ্য কারখানা! সরকার আন্তরিক বলে বান্দরবানের চেহারার পরিবর্তন হয়েছে : বীর বাহাদুর লামায় ইয়াংছা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হামিদ সভাপতি, তালহা সেক্রেটারী নির্বাচিত লামায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ৯ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড লামায় শত্রুতার আগুনে পুড়ল ৯০ একর রাবার বাগান : ৯০ লাখ টাকার ক্ষতি বান্দরবানে কেএনএফ দমন অভিযান : স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি আলীকদমে চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন’কে নিয়ে অপপ্রচারের অভিযোগ বান্দরবানে নির্বাচনী প্রচারণা স্থগিত রাখার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী একে এম জাহাঙ্গীরের লামায় পর্বত ট্রাভেল্স এন্ড হজ্ব কাফেলার যাত্রা শুরু

খাগড়াছড়িতে বর্ণাঢ্য বৈসাবি র‍্যালির উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

পাহাড়ের প্রধান সামাজিক বৈসাবি উৎসব ২০২৪ (বৈসু, সাংগ্রাই,বিঝু, বিহু, সংক্রান্ত ও বাংলা নববর্ষ) সূচনা হয়েছে খাগড়াছড়িতে। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে আনুষ্ঠানিক ভাবে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পরে এক বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে ৫ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে পাহাড়ে দীর্ঘ সংঘাতের পর বর্তমানে শান্তির সুবাতাস বইছে। এখন সকল জাতি গোষ্ঠীর ঐক্যের বন্ধন অটুট রেখে পার্বত্য চট্টগ্রামে মিলেমিশে কাজ করে যাচ্ছে মন্তব্য করে এটি বঙ্গবন্ধু কন্যার অবদান বলে উল্লেখ করে পাহাড়ে শান্তির স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এতে পার্বত্য চট্টগ্রাম অপার সম্ভাবনার দুয়ার খুলছে এবং পার্বত্যাঞ্চলের উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে পাহাড়ের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এবং সকল জাতি গোষ্ঠীর মানুষের ভাগ্য বদল অনিবার্য বলে মন্তব্য করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ডিজিএফআই খাগড়াছড়ি জেলা শাখার ডেট কমান্ডার কর্নেল আবদুল্লাহ্ মো. আরিফ, এএফডব্লিউসি, পিএসসি।
এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. নাজমুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত,পিএসসি, খাগড়াছড়ি এএসইউ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুদাসার মুনাওয়ার রাজগীর, খাগড়াছড়ি জেলা এনএসআই যুগ্ম পরিচালক ফিরোজ রাব্বানী,খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শাহিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।

বর্ণাঢ্য বৈসাবি র‍্যালি শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান,কলকেলি (পানি খেলার উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে নানা জাতি ধর্মের মানুষ নিজ নিজ সংস্কৃতি ধারায় বর্নিল ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট